নির্বাচনি সহিংসতার সারা দেশে ১৯ জনের প্রাণহানি, আহত শতাধিক

বিটিসি নিউজ ডেস্ক:  নির্বাচন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় এক আনসার সদস্যসহ ১৯ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছাড়াও ব্যাপক হারে ঘটেছে কেন্দ্র দখল, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

বেশিরভাগ স্থানেই এসব সহিংসতার শিকার হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রাজশাহী : সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে পাকুড়িয়া উচ্চ বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে মেরাজুল ইসলাম (২২) নামে এক আওয়ামী লীগ নেতা মারা যান। তবে বিএনপি মেরাজুলকে তাদের কর্মী বলে দাবি করেছে।

অন্যদিকে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের তানোরে বিএনপি-জামায়াতকর্মীদের সঙ্গে আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে মোদাচ্ছের আলী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হন। নিহত মোদাচ্ছের আলী মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

নাটোর : নলডাঙ্গা উপজেলার সমসকলসী এলাকায় হুসেন আলী নামে এক আওয়ামী লীগকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নাটোর বারের সভাপতি সিরাজুল ইসলামের দাবি-নৌকায় ভোট দেওয়ায় গতকাল সকালে হুসেন আলীকে বিএনপিকর্মী রতন ছুরিকাঘাত করে। তবে নাটোর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাতিজা রতন তার চাচা হুসেন আলীকে ছুরিকাঘাত করে।

বগুড়া : ধুনট উপজেলায় মাটিকোড়া-উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে পেট্রল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আবদুল কুদ্দুস নামে আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে আহত করে বিএনপিকর্মীরা।

জয়পুরহাট : গতকাল দুপুরে শহরের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল উপজেলার বটতলীবাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রলীগের তিন ও ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।

দিনাজপুর : বিরল উপজেলায় শহরগ্রাম ইউনিয়নের ম-লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আতঙ্কে হার্টঅ্যাটাক করে কিনু মোহাম্মদ (৬৫) নামে এক ভোটার মারা যান। কিনু মোহাম্মদ উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের চেন্দু মোহাম্মদের ছেলে। এ ছাড়া এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

লালমনিরহাট : গতকাল সকালে সদর উপজেলার রাসপুর ইউনিয়নের পাগলারহাট ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারধরে মোজাম্মেল হক (৫৫) নামে এক বিএনপিকর্মী মারাত্মক আহত হন। পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোজাম্মেল মারা যান।

ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পশ্চিম ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মহাজোটের এক পোলিং এজেন্টসহ আওয়ামী লীগের ছয় কর্মীকে কুপিয়ে আহত করেছে বিএনপির লোকজন। আহতদের ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গাইবান্ধা : ভোটগ্রহণ চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার পরাণ সরকারি বয়েজ প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। গুলিতে দুই শিবিরকর্মী আহত হন।

ঢাকা : গতকাল সকালে ঢাকা-৪ আসনে শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে মহাজোট নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এ সময় বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ মাথা, পা ও হাঁটুতে মারাত্মক আঘাত পান। এ ছাড়া তার পায়ের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ করে সালাউদ্দিনের পরিবার। তবে অভিযোগ অস্বীকার করেছেন মহাজোট প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।

এদিকে মিরপুর ১৩ নম্বর এলাকায় এসওএস হারম্যান মেইনার স্কুল ভোটকেন্দ্রে সকালে ধানের শীষের পোলিং এজেন্টদের মারধর করে একদল যুবক। এর জন্য বিএনপি স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছে। এ ছাড়া কামরাঙ্গীরচরের ক্যামব্রিজ স্কুলকেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর : গতকাল দুপুরে সিটি করপোরেশনের হাড়িনাল এলাকার একটি ভোটকেন্দ্রের বাইরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতা লিয়াকত আলী ও তার অনুসারীদের সংঘর্ষ বাধে। এ সময় বিএনপিকর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে লিয়াকত আলীসহ আরও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লিয়াকত আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান। লিয়াকত আলী শহরের রথখোলা এলাকার আবদুল হাই মেম্বারের ছেলে। তিনি কাজী আজিম উদ্দিন কলেজের সাবেক ভিপি।

টাঙ্গাইল :  গতকাল সকালে উপজেলার নগদা শিমলা এলাকা থেকে হাজী আবদুল আজিজ (৬৫) নামে এক বিএনপিকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজিজ শনিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন। গতকাল সকালে স্থানীয় লোকজন নগদা শিমলা এলাকার একটি ধানক্ষেতে আজিজের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নরসিংদী : গতকাল দুপুরে নরসিংদী-৩ আসনে মিলন মিয়া (৪০) নামে আওয়ামী লীগের এক এজেন্টকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শিবপুর কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় ওই কেন্দ্র প্রায় ২ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। মিলন বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামের হজরত আলীর ছেলে। আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক এ হত্যার জন্য স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের কর্মীদের দায়ী করেছেন। অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম বলেন, এ হত্যা পরিকল্পিত। নির্বাচন বানচাল ও আমাকে ঘায়েল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।

চট্টগ্রাম : গতকাল শনিবার রাতে পটিয়ায় দ্বীন মোহাম্মদ (২৮) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকায় এ ঘটনা ঘটে। দ্বীন মোহাম্মদ কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন এলাকার বাসিন্দা। স্থানীয় আওয়ামী লীগের দাবি, বিএনপি এর জন্য দায়ী।

এ ছাড়া গতকাল দুপুরে পটিয়ার জিরি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ইসলামি ছাত্রসেনা নেতা আবদুস সাদেক (২০) নিহত হন। তিনি পশ্চিম মালিয়ারা গ্রামের আবুল কাশেম মেম্বারের ছেলে ও স্থানীয় তৈয়বিয়া মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, জিরি ইউনিয়নের পশ্চিম মলিয়ারা ভোটকেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালালে সাদেক নিহত হন।

অন্যদিকে শনিবার রাতে বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিতে আহমদ কবীর (৪৫) নামে এক জাপাকর্মী নিহত হন। স্থানীয় কাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। এ ছাড়া নির্বাচনী সহিংসতায় গতকাল চন্দনাইশ ও সাতকানিয়ায় সাতজন গুলিবিদ্ধ হন।

কক্সবাজার : গতকাল সকালে পেকুয়া উপজেলার রাজাখালী ও টইটংয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে রাজাখালীতে মোহাম্মদ আবদুল্লাহ (২৩) নামে এক যুবলীগকর্মীকে কুপিয়ে খুন করা হয়। আবদুল্লাহ উপজেলার রাজাখালী ইউনিয়নের উলুদিয়াপাড়ার আবুল কাশেমের ছেলে। এ সংঘর্ষের ঘটনায় আরও চারজন আহত হন। এ ছাড়া টইটংয়ে সংঘর্ষে আহত হয়েছেন চারজন।

রাঙামাটি : কেন্দ্রে যাওয়ার সময় কাউখালী ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাছির উদ্দিনকে (৩০) পিটিয়ে হত্যা করেছে বিএনপি-ছাত্রদলকর্মীরা। এ সময় যুবলীগকর্মী সাজ্জাদ হোসেনকেও পিটিয়ে আহত করা হয়। তারা দুজনই কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন। এর আগে গতকাল ভোরে নৌকা প্রতীকের কর্মীরা বাড়িতে ঢুকে তাদের পাঁচ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে বলে দাবি করেছে বিএনপি।

বান্দরবান : সদরের বালাঘাটা, হাফেজঘোনা ও বাসস্টেশন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ফুলবাড়িয়া ও মুক্তাগাছা : ময়মনসিংহের ফুলবাড়িয়ার তেলিগ্রামে নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সকালে জাহাঙ্গীর আলম নামে পুলিশের এক এসআইয়ের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা এসআই জাহাঙ্গীরকে পিটিয়ে তার পিস্তল ছিনিয়ে নেয়। পরে পুলিশ, ডিবি ও বিজিবি অভিযান চালিয়ে একটি খড়ের পালা থেকে পিস্তলটি উদ্ধার করে।

অন্যদিকে মুক্তাগাছার তিনটি কেন্দ্রে বিএনপিকর্মীদের হামলায় এক ইউপি সদস্যসহ আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় কিছু সময়ের জন্য কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ থাকে।

নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আনসার সদস্য নূরনবী হেঞ্জু মারা যান। বেলা ১১টার দিকে উপজেলার গোপালপুর তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কিছুক্ষণের জন্য ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকলেও পরে আবার ভোটগ্রহণ শুরু হয়।

নূরনবী হেঞ্জু বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের পশ্চিম জয় নারায়ণপুরের মৃত মতিন মিস্ত্রির ছেলে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা করে তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র ভাঙচুর ও ব্যালট পেপার ছিনিয়ে তছনছ করে। এ সময় আওয়ামী লীগকর্মীরা তাদের বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। আনসার সদস্য নূরনবী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে কেন্দ্রে হামলার ঘটনায় নোয়াখালী-২ আসনের নাটেশ্বর এবতেদায়ি দাখিল মাদ্রাসা, নোয়াখালী-৩ আসনের খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তুলাচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নোয়াখালী-৩ আসনে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিতে নূরনবী হেঞ্জু (৪৫) নামে এক আনসার সদস্য মারা যান। ঢাকার শ্যামপুরে প্রতিপক্ষের হামলায় মারাত্মক আহত হন বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ ছাড়া হতাহতদের মধ্যে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ব্রাহ্মণবাড়িয়া : সকালে ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে গুলিতে মো. ইসরাইল নামে এক আওয়ামী লীগকর্মী নিহত হন। ঘটনার পর পরই বিএনপি প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের বাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত ইসরাইল সদর উপজেলার রাজঘর গ্রামের ছায়েদ মিয়ার ছেলে।

হাজীগঞ্জ : চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা ও লাঙ্গলকোট : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সকালে পুলিশের গুলিতে মজিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন সাধারণ ভোটার। মজিবুর মুরাদনগর উপজেলার লাজৈর গ্রামের সুজাত আলীর ছেলে। ভোট দিয়ে ফেরার পথে কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি করলে মজিবুর নিহত হন। পুলিশের দাবি-দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে তারা গুলি চালায়।

অন্যদিকে কুমিল্লা-১০ আসনের নাঙ্গলকোটে বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপিকর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার বরতলী ইউনিয়নের মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি এর জন্য ছাত্রলীগকে দায়ী করেছে।

বরুড়া : কুমিল্লা-৮ আসনের বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৪০ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে বরুড়া শরাফতি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি তাজুল ইসলামকে পিটিয়ে তার হাত পা ভেঙে দেয় সন্ত্রাসীরা। আড্ডা কলেজকেন্দ্রে শনিবার রাতে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে পুলিশের গুলিতে চারজন গুলিবিদ্ধ হন। ইটের আঘাতে আহত হন চার পুলিশ সদস্যও।

লক্ষ্মীপুর : সকালে লক্ষ্মীপুর-২ আসনের পশ্চিম নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিএনপিকর্মীরা পুলিশকে বহনকারী দুটি গাড়ি ভাঙচুর ও একটি লেগুনাতে আগুন দেয়। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় ওই আসনে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

সিলেট : গতকাল সিলেট-৩ আসনে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল গুলিতে নিহত হয়েছেন। বিকালে উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই সায়েম নিহত হন।

সাতক্ষীরা : সাতক্ষীরা-২ (সদর) আসনের ধলবাড়িয়াকেন্দ্রে নৌকা ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর : যশোর-৪ আসনের অভয়নগরে সকালে প্রতিপক্ষের মারধরে শামসুর রহমান মোল্যা (৬৫) নামে বিএনপির এজেন্ট নিহত হয়েছেন। বিএনপি এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। শামসুর রহমান উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.