নির্ধারিত সময়েই ‘ট্রু প্রমিজ ৩’ অপারেশন, ইরানি কমান্ডারের হুঁশিয়ারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ‘ট্রু প্রমিজ’ অভিযানের তৃতীয় পর্যায় বা ‘ট্রু প্রমিজ ৩’ নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে বলে ঘোষণা করেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কমান্ডার।
বাহিনীর ডেপুটি কো-অর্ডিনেটর আলী ফাজলি অভিযানের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এর কৌশলগত গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘ট্রু প্রমিজ’র প্রথম ও দ্বিতীয় পর্যায় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তেমনই তৃতীয় পর্যায়ও নির্ধারিত সময়ে সম্পন্ন করা হবে।
২০২৪ সালের ডিসেম্বরে আইআরজিসির ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ২৬ অক্টোবর ইসরায়েলের বিমান হামলার জবাবে তৃতীয় অভিযান চালানো হবে। ইসরায়েলের ওই হামলায় চার ইরানি নিহত হয়েছিল।
কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ ১ ও ২ অভিযানের উদ্দেশ্য ছিল সতর্কবার্তা। তিনি ইঙ্গিত দিয়েছেন, আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হতে পারে।
ইতোপূর্বে ইরাকি দখলদারিত্ব থেকে মুক্ত শহর খোররামশাহর বিষয়ে রুহুল্লাহ খোমেনির সুপরিচিত মন্তব্যের কথা উল্লেখ করে আলী ফাজলি বলেন, এর পুনঃদখল কেবল সামরিক অর্জন নয়, ইসলামী মূল্যবোধের বিজয়।
এই মূল্যবোধকে সমুন্নত রাখতে ইয়েমেন থেকে গাজা পর্যন্ত বিস্তৃত প্রতিরোধ ফ্রন্টের চলমান ভূমিকার কথা তুলে ধরেন তিনি। বলেন, এই যোদ্ধাদের অধ্যবসায় একই মতাদর্শের একটি প্রমাণ, যা পবিত্র প্রতিরক্ষার সময় আমাদের পরিচালিত করেছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.