নিরাপদ সড়ক চাই পাবনা শাখার আয়োজনে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিক পালন

পাবনা প্রতিনিধি: কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার উদ্যোগে সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতাল ভবনে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ এ.কে.এম. মীর্জা শহীদুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিসচা পাবনা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক এস.এম. মাহাবুব আলম, ট্রাক লরি ও কাভার্ড ভ্যান মালিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবীর।
নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনা জেলা শাখার সভাপতি খন্দকার গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম. মোখলেছুর রহমান রাসেলের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাবনা জেলা ইউনিটের সভাপতি লুৎফুল বারী, নিসচা পাবনা জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, মীর ফজলুল করীম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসনায়েন বিপ্লব, প্রচার সম্পাদক ফজলুল হক সুমন, তারুণ্যের অগ্রযাত্রার কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জুবায়ের খান প্রিন্স।
এ সময় নিসচা পাবনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জোহা জাহাঙ্গীর, অর্থ সম্পাদক ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মিলন মাহাবুব, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আর. কে. আকাশ, কার্যকরী সদস্য মোস্তফা কাওসার সেজান, এবাদত হোসেন, লিটন, মামুন, আশিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ২৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভার পূর্বে আব্দুল হামিদ রোডে শোভাযাত্রা বের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পাবনা প্রতিনিধি আর কে আকাশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.