নিরাপদ সড়কের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি: সুপ্রভাত পরিবহনের বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার প্রতিবাদে চলমান নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার (২০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে মিছিল বের হয়ে তা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে দোষী পরিবহন শ্রমিকদের বিচারের আওতায় আনতে হবে। সুপ্রভাত ও জাবালে নূরের রুট পারমিট বাতিলসহ শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া সুবিধা নিশ্চিত করতে হবে।

এ সময়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ-স-ম ফিরোজ উল হাসান আন্দোলনকারীদের সাথে কথা বললে তারা অবরোধ কর্মসূচি থেকে সরে আসে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৭ টায় ঢাকার প্রগতি স্মরণী এলাকায় সুপ্রভাত বাসের ধাক্কায় বিইউপি’র শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জাবি প্রতিনিধি মো. ফারুক হোসেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.