নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখার্জির ১৪ দিনের জেল হেফাজত হলো

কলকাতা (ভারত) প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে ইডি-র হেফাজতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ উভয়কেই আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
অভিযুক্তের আইনজীবীরা জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেন বিচারক। তাঁদের আইনজীবীদের আরও দাবি ছিল তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখে যেন প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হয়।
আদালত তাঁদের পর্যবেক্ষণে বলেন প্রথম শ্রেণীর মর্যাদা নয়,কিন্তু তাঁদের নিরাপত্তার দিকটিকে প্রাধান্য দিয়ে উপযুক্ত নিরাপত্তা সহ শারীরিক নিরীক্ষা  করে পরবর্তি ১৪ দিন বাদে যখন আদালতে হাজির করা হবে সেই সাথে রিপোর্ট আকারে নিরাপত্তা সহ শারীরিক ও  চিকিৎসা সংক্রান্ত তথ্য দিতে জেল সুপারকে নির্দেশ দেন।
পাশাপাশি ইডি-র আবেদন মত জেলে একটি নির্দিষ্ট সময়ে সুপারের অনুমতি সাপেক্ষে অভিযুক্তদের জেরা করতে পারবে।
বর্তমানে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলের বিশেষ সেল ও অর্পিতা মুখার্জিকে মহিলা বিশেষ সেলে রাখা হয়েছে।
জেলে যাতে তাঁদের উপযুক্ত শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় জেল সুপারকে সেই দিকটি নিশ্চিত করতে বলেছেন।
চিকিৎসকদের পরামর্শ মত ডায়েটে র ও ব্যবস্থা করতে বলা হয়েছে। অভিযুক্তদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.