নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবাহী বাস, আহত-২০

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে মারসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) সকাল ৭টার দিকে রামু উপজেলার বাংলা বাজারের দরগাহ পাড়ায় কিং অব কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। রামু ক্রসিং
হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এসব বিষয় বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া এলাকায়  মারসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। এ সময় বাসে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি। 
এদিকে খরুলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আবির জানান, হঠাৎ একটি দ্রতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়। তখন আমরা গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। যাত্রীরা বলেছেন চালক ঘুমে ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.