ঢাকা প্রতিনিধি:আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমতা পার্টি প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী বলেন দেশ এখন পুরাত সিন্ডিকেট থেকে নব্য সিন্ডিকেটের হাতে স্থানান্তর হয়েছে। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া। সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
দেশে আইনশৃঙ্খলা হযবরল অবস্থা বিরাজ করছে। জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকার দুই মাসে তেমন সফলতা দেখাতে পারছে না। সারাদেশে খুন হত্যা জ্বালাও পোড়াও হচ্ছে। গণগ্রেফতার চলছে এতে জনজীবনে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে।
অনতিবিলম্বে এই সিন্ডিকেট ভাঙ্গতে হবে নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ নিতে হবে। খুন হত্যা নির্যাতন বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.