নিজ রাজ্যে ট্রাম্পের কাছে হারলেন নিকি হ্যালি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর দৌড়ে ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলাইনা রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়নের প্রতিযোগিতায় নিকি হ্যালিকে সহজেই পরাজিত করেছেন। সাউথ ক্যারোলাইনার একজন স্থানীয় বাসিন্দা এবং দুই মেয়াদে জয়ী গভর্নর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কাছের হারলেন হ্যালি। এডিসন রিসার্চ প্রজেক্টের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
সাউথ ক্যারোলাইনায় মোট ভোটের প্রায় অর্ধেকের বেশি, ৫৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে  নিকি হ্যালি পেয়েছেন ৩৯ দশমিক ৭ শতাংশ ভোট।
অবশ্য, হারের পর হ্যালি জানিয়েছেন তিনি হাল ছেড়ে দেবেন না।  সাউথ ক্যারোলাইনার চার্লসটনে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, নভেম্বরে আমাদের জো বাইডেনকে পরাজিত করতে হবে। আর আমি বিশ্বাস করি না যে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে পরাজিত করতে পারবেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.