বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং সহিংসতায় নিজ দেশের নাগরিকদের ‘এখনই ইরান’ দেশ ছাড়ার জন্য সতর্কসংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল এমবাসি তেহরান সোমবার একটি নিরাপত্তা সতর্কতা জারি করে বলেছে, বিক্ষোভ ও সহিংসতায় ইরানের সার্বিক পরিস্থিতি কঠোরভাবে অবনতি হচ্ছে।
দেশজুড়ে বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তার, আহত ও অনিশ্চিত পরিবেশের কারণে আমেরিকার নাগরিকদের তৎক্ষণাৎ ইরান থেকে বের হয়ে যেতে বলা হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, যে ইরানের বিভিন্ন এলাকায় প্রতিবাদ ও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে এবং রোড ব্লক, গণপরিবহন ব্যাঘাত, ইন্টারনেট বিচ্ছিন্নতা ইত্যাদি সমস্যার কারণে দৈনন্দিন জীবন বিপর্যস্ত।
নিরাপদ রুট ও যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনা করে আর্মেনিয়া বা তুরস্কের দিকে স্থলপথে তৎক্ষণাৎ দেশ ছাড়ার কথা ভাবতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যারা দেশছাড়া করতে পারবেন না, তাদের নিরাপদ স্থানে থাকা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ সংগ্রহ করে রাখার কথা বলা হয়েছে।
ইরানের সীমান্ত এলাকা ও আন্তর্জাতিক পরিবহন পরিষেবা যেমন বিমান যোগাযোগও ব্যাহত হতে পারে, এ কারণেই নাগরিকদের যথাসম্ভব দ্রুত এবং নিরাপদভাবে দেশ ত্যাগে উদ্যোগ নিতে বলা হচ্ছে। #















