নিজের বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন শাকিল


বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আব্দুল কাদের শাকিল।
তিনি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ আদেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর রিজেন্ট বোর্ডে ৩১ তম সভায় বৈজ্ঞানিক কর্মকর্তা পদে শাকিল সুপারিশ প্রাপ্ত হন। শূন্য স্থায়ী পদের বিপরীতে “বৈজ্ঞানিক কর্মকর্তা” পদে ৬ টি শর্ত সাপেক্ষ তাকে এই নিয়োগ প্রদান করা হয়।
এ বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত শাকিল বলেন, ধন্যবাদ প্রশাসন কর্তৃপক্ষকে যারা আমার যোগ্যতার ভিত্তিতে এই পদে নিয়োগ দিয়েছেন। সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি এবং আমার আশা থাকবে ভবিষ্যতে কর্মকর্তা বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী যেন নিয়োগ দেওয়া হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.