নিজেদের হামলায় প্রাণ গেল ২০ ইসরায়েলি সেনার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় স্থল অভিযানের পর বিপদ যেন পিছু ছাড়ছে না ইসরায়েলের। একের পর এক বিপাকে পড়ছে তারা। এবার ভয়াবহ দুঃসংবাদ পেল ইসরায়েলের সেনাবাহিনী। নিজেদের হামলায় ইসরায়েলের ২০ সেনা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরায়েলি সেনাদের একটি দলে নিজেদের ওপর ভুল করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছে। ইসরায়েলেরর ওই দলটিতে অন্তত ১০৫ সেনা ছিল।
টাইমস অব ইসরায়েলের এক প্রদিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের করা হামলায় নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ দলের বেশ কয়েকজন নিজেদের পাতা ফাঁদে প্রাণ হারিয়েছেন। হামাসের সেনাদের জন্য পেতে রাখা ফাঁদ বিস্ফোরণে তাদের প্রাণ গেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সেনাদের এ ইউনিটের বেশ কয়েকজন নিজেদের চিনতে না পেরে ভুলভাবে গুলি চালিয়েছে। হামাস মনে করে চালানো গুলিতে এসব সেনাদের প্রাণ গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ৭২ ঘণ্টায় ৭৯ ইসরায়েলি সেনাদের যান ধ্বংস করেছে হামাস।
হামাসের সামরিক শাখা আলকাসেম ব্রিগেড জানিয়েছে, তাদের হামলায় এসব যানবাহনের কোনোটা আংশিক আবার কোনোটা পরিপূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
টেলিগ্রামে এক বার্তায় সামরিক শাখা জানিয়েছে, গাজার শেখ রাদওয়ানের পার্শবর্তী এলাকায় ট্যানেলের মুখে বুবি ট্রাপ ফাঁদ পাতা হয়েছে। ইসরায়েলের সেনারা সামনে আগাতে এসব ফাঁদে আটকা পড়ছেন।
টেলিগ্রামের বার্তায় আরও বলা হয়েছে, এসব ফাঁদে বেশকিছু সেনা আহত অথবা অনেকে নিহত হয়েছে।
কাসেম ব্রিগেড আরও জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযানের সেনাদের ওপর হামলা চালিয়েছে। এসব সেনা গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতে একটি বাসায় অবস্থান নিয়েছিলেন। তাদের এ হামলায় বেশ কয়েক সেনা আহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.