নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট শ্রীলঙ্কা

বিটিসি স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমস ক্রিকেটে গ্রুপপর্বের শেষ ম্যাচে নামার আগেই বিদায় নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের। এজবাস্টনে নিয়মরক্ষকার শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে বিব্রতকর ব্যাটিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৪৬ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা।
নিজেদের প্রথম দুই ম্যাচে দুইটিতেই হেরেছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচটিতে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং করতে পাঠায় প্রোটিয়ারা। টস হেরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে লঙ্কান নারীরা। এর আগে কখনও ৫০ রানের নিচে অলআউট হয়নি শ্রীলঙ্কা।
২০১২ সালের গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে ৫৭ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। সেদিন মাত্র ৬২ রান করেও ৫ রানের জয় দেখেছিল সালমা খাতুনের দল। এর প্রায় দশ বছর পর লঙ্কানদের ৪৬ রানে গুঁড়িয়ে দিলো সুন লুসের অধীনে কমনওয়েলথ গেমস খেলতে নামা প্রোটিয়ারা।
শ্রীলঙ্কার পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধুমাত্র অধিনায়ক চামারি আতাপাত্তু। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নাদিন ডি ক্লার্ক। মাসাবাতা ক্লাসের শিকার ৭ রানে দুই উইকেট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.