নিজেদের অবস্থান আরও শক্ত করলো বার্সেলোনা
বিটিসি স্পোর্টস ডেস্ক: ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল গেল ৮ মার্চ। তবে ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিল বার্সেলোনা মূল দলের প্রধান চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দলের খেলোয়াড়রা ম্যাচ রেফারির কাছে অনুরোধ জানিয়েছিল ম্যাচটি আয়োজন না করতে। যার কারণে সে সময় ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।
তবে আন্তর্জাতিক বিরতি কাটিয়ে সবার আগে ম্যাচটি খেললো বার্সেলোনা। যদিও ম্যাচটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে, সেটা আগেই জানিয়ে দিয়েছে লা লিগা। পরশু রাতে ঘরের মাঠে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ চেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাতে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করলো কাতালানরা। বর্তমানে তাদের পয়েন্ট ৬৩।
অন্যদিকে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। এছাড়াও ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে ম্যাচ শেষে বার্সা বস হ্যান্সি ফ্লিক দলের দুর্দান্ত পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আজ আমরা পরিস্থিতি অনুযায়ী আমাদের সেরাটা দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন সমর্থকরা আমাদের সঙ্গে ছিল। এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে।’ #
Comments are closed, but trackbacks and pingbacks are open.