নিজস্ব প্রযুক্তির ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করছে ইরান

(নিজস্ব প্রযুক্তির ড্রোন ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করছে ইরান)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বর মাসে নিজস্ব প্রযুক্তির ড্রোন, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রবাহী নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান। এ জাহাজ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরী হচ্ছে। বিষয়টি জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি।

ইরান ভিত্তিক গণমাধ্যম পারস টুডে জানায়, গতকাল মঙ্গলবার (০৬ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে অ্যাডমিরাল খানজাদি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, নতুন যুদ্ধ জাহাজের নাম দেয়া হয়েছে ‘পার্সিয়ান গাল্ফ’ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে এটি।

নতুন যুদ্ধজাহাজটি একবার জ্বালানি নিয়ে ৩ বার বিশ্ব পরিভ্রমণ করতে পারবে। যুদ্ধজাহাজ উদ্বোধনের কয়েক মাস পরে সমুদ্রগামী ‘দিনা’ যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে। পাশাপাশি আগামী মাসে ইরানের নৌ বাহিনী প্রথম মাইনসুইপার উদ্বোধন করবে। জানান খানজাদি।

গেল কয়েক বছরে সামরিক খাতে ব্যাপক অগ্রগতি লাভ করেছে ইরান। আমেরিকা সরকার এবং তার পশ্চিমা মিত্রদের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্বেও দেশটি সামরিক খাতের বিভিন্ন অংশে সম্পূর্ণতা অর্জন করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.