নিখোঁজের ১৪ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার


নাটোর প্রতিনিধি: নাটোরে নিখোঁজের ১৪ দিন পর জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ মানিক সরকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকালে রামাইগাছি এলাকায় একটি রাস্তার পাশের ঘাসের জমি থেকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর উদ্ধার করে মর্গে নেওয়া হয়।
নিহতের স্ত্রী মনিরা বেগম জানান, গত ৬ জুন দোকানে যাওয়ার পর মানিককে তিনি ফোন করেন। তিনি রামাইগাছি এলাকায় একজনের সঙ্গে দেখা করতে গেছেন বলে উলে­খ করেন। ওই ফোন কলের পর থেকেই মানিক নিখোঁজ ছিলেন।
মানিক সিএনজি ব্যবসায়ী ও নাটোর জেলা সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ। এ ছাড়া শহরের ভবানীগঞ্জ মোড়ে তার একটি গদিঘর আছে।
নিখোঁজের দিন বাড়ি না ফিরলে ৭ জুন নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন মনিরা বেগম। স্বামীর খোঁজে ফেইসবুকেও স্ট্যাটাস তিনি। পরে আজ রবিবার ঘাস কাটতে গিয়ে স্থানীয়রা রাস্তার পাশের ঘাসের জমিতে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় পরিবারের সদস্যরা মানিককে শনাক্ত করে।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বিটিসি নিউজকে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.