নিক্ষিপ্ত পাথরের আঘাতে মুমূর্ষু রেলওয়ে ট্রাফিক পরিদর্শক

 

খুলনা ব্যুরো: নিক্ষিপ্ত পাথরের আঘাতে মুমূর্ষু অবস্থায় রয়েছেন রেলওয়ের ট্রাফিক পরিদর্শক বায়েজিদ হোসেন (৪৫)। বেনাপোল থেকে খুলনাগামী কমিউটার ট্রেনটি সোমবার বেলা পৌনে ১২টার দিকে দৌলতপুর স্টেশন ছেড়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরপরই বাইরে থেকে কেউ একজন একটি পাথর ট্রেনের মধ্যে ছুড়ে মারে।

ছুড়ে মারা ওই পাথরটি যেয়ে লাগে রেলওয়ের ট্রাফিক পরিদর্শক বায়েজিদ হোসেনের মাথায়। সাথে সাথে তিনি রক্তাক্ত অবস্থায় ট্রেনের মধ্যে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি খুলনা রেল ষ্টেশনে পৌঁছালে দ্রুত বায়েজিদ হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

আইসিইউতে অবস্থার উন্নতি না হওয়ায় জরুরী ভিত্তিতে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বায়েজিদ হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং) সোনালী সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.