নিকোলাস মাদুরোর বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে। তাদের দাবি, বিমানটি অবৈধভাবে ১৩ মিলিয়ন ডলার দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ডমিনিকান প্রজাতন্ত্র থেকে ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি থেকে জব্দ করা হয়েছে। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে।
তবে বিমানটি কখন ও কীভাবে ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সোমবার বিমানটির ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, এটি রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছাকাছি লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। দেশটি এই ঘটনাকে ডাকাতি হিসেবে উল্লেখ করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একতরফাভাবে ও অবৈধভাবে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেকে ন্যায্যতা দিয়েছে। এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, দেশের এই ক্ষতি পূরণে যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
এদিকে মার্কিন কর্মকর্তারা বলেছেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.