নিকারাগুয়ায় বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত-১৬

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
নিকারাগুয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪-এ রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশু সহ ১৬ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বাস দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র‍্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির চালককে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার শিকার হওয়ার আগে বাসটি দ্রুতগতিতে চলছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.