নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহত ১৩

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার নিউজিল্যান্ডের পুলিশ ৫ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। বর্তমানে আইল্যান্ডে নিখোঁজ ৮ জনও আর বেঁচে নেই বলে শঙ্কা করা হচ্ছে। তবে দেশটির পুলিশ ও উদ্ধার কর্মীরা অভিযান অব্যাহত রেখেছে।

দেশটির ডেপুটি কমিশনার জন টিমস আজ এক সংবাদ সম্মেলনে বলেন, বিশেষজ্ঞরা দ্বীপের অবস্থার ওপর নিবিড় নজরদারি করছেন কিন্তু অবতরণের জন্য নিরাপদ ছিল কি এখনও নির্ধারণ করতে পারেননি।

তিনি আরও বলেছেন, সেখানে আর কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।

দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ডের আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।

অগ্ন্যুৎপাতের কিছু মূহুর্ত আগে হোয়াইট আইল্যান্ডের ওই আগ্নেয়গিরির জ্বালামুখের সীমানার মধ্যে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা যায়।

নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয়গিরির সময় হোয়াইট আইল্যান্ডে ৪৭ জন পর্যটক ছিলেন। খবর বিবিসি#

Comments are closed, but trackbacks and pingbacks are open.