নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। প্রথম টি টোয়েন্টিতে অজিরা হেরেছে ৫৩ রানের বড় ব্যবধানে। এই জয়ে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে ১-০’তে এগিয়ে গেল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় সফরকারীরা। ১৯ রান তুললেই বিদায় নেন চার অজি টপঅর্ডার। মিচেল মার্শ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৫ রান। অ্যাশটন আগার করেন ২৩ রান। এছাড়া অন্য ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ১৫ বাকি থাকতে অজিদের ইনিংস গুটিয়ে যায় ১৩১ রানে।
কিউই বোলারদের মধ্যে ইশ সোধি ২৮ রান খরচায় ৪টি উইকেট। এছাড়া ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি নেন ২টি করে উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে কিউই ব্যাটসম্যানরাও। মাত্র ১৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে শুরুর ধাক্কা সামলে ৫ উইকেটে ১৮৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় নিউজিল্যান্ড। দলকে খাদের কিনার টেনে নিয়ে যান ডেভন কনওয়ে। কিন্তু দিনশেষে আফসোসে পুড়েছেন তিনি। সেঞ্চুরি মিস করেছেন মাত্র এক রানের জন্য। অপরাজিত ছিলেন ৯৯ রানে। তবে সিরিজের প্রথম ম্যাচ জেতায় সেঞ্চুরি না পাওয়ার হতাশা কিছুটা হলেও দূর হয়েছে তার। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.