বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে কঠিন চাপের মুখে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে আগামীকাল তারা মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আফগানদের কাছে হেরে চাপে থাকা কিউইদের মুখোমুখি হতে এখনই ‘সেরা সময়’ বলছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল।
গ্রুপ পর্বে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য তা খর্বশক্তির পাপুয়া নিউগিনি ও উগান্ডার বিপক্ষে। দুটি ম্যাচেই একচেটিয়া জয় পেয়েছেন ক্যারিবিয়ানরা। অন্যদিকে আফগানিস্তানের কাছে বিশ্বকাপ যাত্রায় শুরুতেই ধাক্কা খেয়েছে কিউই শিবির। আর এ সুযোগটাই নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পাওয়েল বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার যদি ভালো কোনো সময় থাকে, সেটা এখন। যেমনটা বললেন, তারা কিছুটা অপ্রস্তুত। সত্যিই ওরা বেশ চাপে আছে। কারণ তারা আসরে এগিয়ে যাবে কিনা, এই ম্যাচ ঠিক করে দেবে। আমরা নিউজিল্যান্ডের দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের কী করণীয়, সেদিকে আমাদের মনোযোগ।’
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাইপর্ব পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপেও দর্শক হয়েছিল দলটি। তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চায় রভম্যান পাওয়েলের দল।
‘যদি গতবছরের দিকে তাকান, ১২-১৪ মাস ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। এই বিশ্বকাপে সামনে অনেক কঠোর পরিশ্রম অপেক্ষা করছে। তাই আশা করি, আমরা সেই কঠোর পরিশ্রমটি দেখাতে পারব।’
‘আপনি যদি ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুবিধার কথা বলেন এটা বিশাল সুবিধা। আমরা যদি ছুটে গিয়ে বিশ্বকাপ জিততে পারি তাহলে ঘরের মাঠে বিশ্বকাপ জেতা প্রথম দল হব, যোগ করেন পাওয়েল’। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.