না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ফকির কালা শাহ্

চট্টগ্রাম ব্যুরো: দেশের প্রবীণ সাংবাদিক, জাতীয় সাপ্তাহিক অভিযোগ ও সাপ্তাহিক বাংলার বারুদ পত্রিকার প্রধান সম্পাদক ফকির মো: কালা শাহ্ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ব্রেন স্টোক হয়ে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ মে) ভোরে তিনি মারা যান।
মৃত্যুকালে ফকির মো: কালা শাহ্ বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি – নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২০ মে) বাদ আসর তার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাংবাদিকসহ অসংখ্য প্রিয় মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.