নাসিরনগরে আ. লীগ অফিসে ভাঙচুর

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াত-শিবিরের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত।
ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. রুবেল হোসেন জানান, কিছুদিন আগে জামায়াত-শিবিরের লোকজন মোদি বিরোধী মিছিল বের করতে চায়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে মিছিল করতে পারেনি।
এরই জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে জামায়াত-শিবিরের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের ভাঙচুর করে। এ সময় তারা আসবাবপত্রের পাশাপাশি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্যের ছবি ভাঙচুর করে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামায়াত-শিবিরের লোকজন অতর্কিতভাবে এ হামলা চালিয়েছেন। তবে কি কারণে তারা হামলা করলো এ বিষয়টি জানার চেষ্টা চলছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম আরিচুল হক এ ধরনের ঘটনার খবর পেয়েছেন বলে জানান। তিনি বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.