নাসিম শাহ’র ৫ উইকেট, পাকিস্তানের সহজ জয়

বিটিসি স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়েছে পাকিস্তান। নাসিম শাহর তোপে সন্তোষজনক পুঁজি গড়তে পারেনি কিউইরা। পরে ফকর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চরিতে সহজ লক্ষ্য টপকে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা।
করাচিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান করে কিউইরা। লক্ষ্য তারা করতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় পাকিস্তান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাইকেল ব্রেসওয়েল। এছাড়া টম লাথাম ৪২ ও ড্যারি মিচেলের ব্যাট থেকে আসে ৩৬ রান।
পাকিস্তানে হয়ে ১০ ওভারে ৫৭ রান খচরায় ৫ উইকেট নেন নাসিম শাহ। অভিষেকে আলো ছড়িয়ে লেগ স্পিনার উসামা মিরের প্রাপ্তি ৪২ রানে ২টি। 

মাঝারি মানের টার্গেটে ফকর জামান, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ-সেঞ্চরিতে ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় পাকিস্তান।
৭৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন ওপেনার ফখর। এই সংস্করণে টানা চতুর্থ ফিফটিতে ৮২ বলে ৬২ রান করেন অধিনায়ক বাবর। কিপার-ব্যাটসম্যান রিজওয়ান ৮৬ বলে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন নাসিম শাহ।
একই মাঠে বুধবার দ্বিতীয় ম্যাচে লড়বে দুই দল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.