শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের শাবলের আঘাতে মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। অভিযুক্ত শ্যালকের নাম ইউনুছ আলী।
আজ শুক্রবার ভোরে অভিযুক্ত ইউনুছ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরশহর সংলগ্ন কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়েজ উদ্দিন একই উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের আয়নাতলী গ্রামের মৃত মীর শেখের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নিহত ময়েজ উদ্দিন বিয়ের পর থেকে তার স্ত্রীসহ স্বপরিবারে শ্বশুরবাড়ি নালিতাবাড়ী পৌরশহর এলাকা সংলগ্ন কালিনগর মহল্লায় বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী তাদের দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যালকের হাতে থাকা শাবল দিয়ে ভগ্নিপতি ময়েজ উদ্দিনের মাথায় আঘাত করেন ইউনুছ। এতে ভগ্নিপতি ময়েজ উদ্দিন গুরুতর আহত হলে প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকগণ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠালে পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ময়েজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে।
আজ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুছকে পার্শ্ববর্তী বাড়ি থেকে গ্রেপ্তার করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বিটিসি নিউজকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা করেছেন। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদপ্রেরকবিটিসিনিউজএর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.