নালিতাবাড়ীতে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ৬ মাসের কারাদন্ড

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদবদ্রব্য সেবনের অপরাধে মোবাইল কোর্টে ৬ মাসের কারাদন্ড হয়েছে দুই যুবকের। বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী পৌরসভার কামাপট্টি ও ছিটপাড়া এলাকায় মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হেরোইন সেবনের অপরাধে কামারপট্টি এলাকায় মো: আ: হাকিম মিয়ার পুত্র মো: শাহিন আলম মোল্লা (৩২) ও ছিটপাড়া মহল্লার মৃত হাসেম মিয়ার পুত্র আকতার হোসেস (৩২) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।
দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। টাস্কফোর্স অভিযানের সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা শেরপুরের ভারপ্রাপ্ত পরিদর্শক জনাব মো: এনামুল হক।
অন্যান্য সদস্যগণ এবং নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিল।
পরে নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বাজার পরিদর্শন করেন। এ সময় তিনি দোকানে পন্যের মূল্য তালিকা ঝুলিয়ে ন্যায্য মূল্যে পন্য বিক্রির জন্য পাইকারী বিক্রেতাদের পরামর্শ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.