নালিতাবাড়ীতে অটোরিকশা তল্লশি করে মিলল বিদেশি মদ, চালক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় রয়েল স্টেজ ব্র্যান্ডের ১২ বোতল মদসহ সুজন মিয়া (৩০) নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে উপজেলার পৌর শহরের গড়কান্দা নতুন বাস স্টেন্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে সুজন মিয়া তার নিজস্ব অটোরিকশায় ভারতীয় মদ নিয়ে অন্ধকারে চালিয়ে আসছিল। এ সময় তার রিকশার হেড লাইট বন্ধ ছিল। পৌর শহরের টহলরত পুলিশের সন্দেহ হলে সুজনকে চ্যালেঞ্জ করে তার অটোরিকশা তল্লাশি করে। তল্লাশি করে সুজনের অটোরিকশা থেকে ১২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদের বোতল পাওয়া যায়। পরে অটোরিকশা ও মদ জব্দ করা হয় ও অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, সুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.