নারী শিক্ষায় ভূমিকা রাখায় শেখ হাসিনা পুরস্কার পাচ্ছেন

 

বিটিসি নিউজ ডেস্ক : ‘গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ। আজ মঙ্গলবার দুপুরে সংবাদ  সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি আজীবন সম্মাননা।

অস্ট্রেলিয়ার সিডনিতে নারীদের বৈশ্বিক সম্মেলনে যুক্তরাষ্ট্রভিত্তিক এনজিও গ্লোবাল সামিট ফর উইমেন প্রধানমন্ত্রীর হাতে  পুরস্কার তুলে দেবে।’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে ২৬ থেকে ২৮ এপ্রিল তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.