নারী শিক্ষার্থীদের জন্যে ডিজিটাল কলেজ চালু করলো সৌদি সরকার

(নারী শিক্ষার্থীদের জন্যে ডিজিটাল কলেজ চালু করলো সৌদি–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নারী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো দুটি ডিজিটাল কলেজ চালু করেছে সৌদি সরকার। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আরব নিউজ জানায়, নারীদের আধুনিক প্রযুক্তিবিষয়ক কাজে সম্পৃক্ত করতে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দেশটির শিক্ষামন্ত্রী হামাদ আল শেখ রাজধানী রিয়াদ ও জেদ্দায় ডিজিটাল কলেজ দুটির উদ্বোধন করেন।

সৌদি আরবে এই প্রথম কেবল নারীদের প্রযুক্তি বিষয়ক শিক্ষা দানের জন্য ডিজিটাল কলেজ স্থাপন করা হল। এখানে প্রযুক্তি বিষয়ক নানা বিষয়ে অনার্স ও ডিপ্লোমা ডিগ্রি নেয়ার ব্যবস্থা থাকবে।

নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজমেন্ট, মিডিয়া টেকনোলজি, সফটওয়ার, স্মার্ট সিটি, রোবটিকস টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টস, মেশিন লার্নিংসহ নানা বিষয় থাকবে কলেজ দুটিতে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.