নারী ফুটবলে বার্সার রাজত্ব

বিটিসি স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি বার্সোলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে কোণঠাসা হয়ে পড়েছে বার্সা। পুরুষ দলের ফুটবলে পারফরম্যান্স নিম্নমুখী হলেও বার্সার মান রাখছে নারী দল।
গত মৌসুম দারুণভাবে রাঙিয়েছেন ন্যু-ক্যাম্পের মেয়েরা। প্রথমবারের মতো ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট উঠেছে বার্সার নারী দলের মাথায়। গত মৌসুমে অবশ্য বার্সার মেয়েদের উত্থানই শুধু দেখা যায়নি, ইউরোপের নারী ফুটবলের অন্য লিগেও নতুন শক্তির আবির্ভাব ঘটেছে।
ফ্রান্সে লিওর দাপটের ইতি টেনেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মানিতে ভলফসবুর্গকে মাটিতে নামিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখের মেয়েরা। এমনকি ইউরোপের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্রেও বদলে গেছে ক্ষমতার মসনদ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ৮৩ জন বিচারক সম্প্রতি ২০২১ সালের সেরা ১০০ ফুটবলারের তালিকা নির্বাচন করেছেন। যেখানে ৪৬ ভোট পেয়ে সেরা খেলোয়াড় হয়েছেন বার্সার ব্যালন ডি’অর জয়ী তারকা আলেক্সিসা পুতেয়াস। তালিকার দুই নম্বরে আছেন আর্সেনাল তারকা ভিভিয়ান্নে মিয়েডেমা। আর তিন নম্বরে সাবেক শীর্ষ তারকা চেলসির স্যাম কার।
ব্যক্তিগত দ্বৈরথের মতো দলীয় দ্বৈরথেও ছিল বার্সার দাপট। সেরা ১০০ জনের সর্বোচ্চ ১৩ ফুটবলার জায়গা পেয়েছেন বার্সেলোনা থেকে। সমান ১০ জন করে জায়গা পেয়েছে লিও ও পিএসজি থেকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.