নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামী আশিক ৩ দিনের রিমান্ডে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় প্রধান আসামী আশিকুল ইসলাম আশিককে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। তবে, সাতদিন রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।
আজ মঙ্গলবার (০৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবুল মনসুর ছিদ্দিকী এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বিটিসি নিউজকে বলেন, এ মামলার বাকী পাঁচ আসামীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে তারা কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।
গত ২২ ডিসেম্বর স্বামী ও সন্তানকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযাগে চারজনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন ভিকটিম নারীর স্বামী।
মামলার আসামী হলেন: শহরের বাহারছড়া এলাকার আশিকুল ইসলাম, মোহাম্মদ শফি ওরফে ইসরাফিল হুদা জয় ওরফে জয়া, মেহেদী হাসান বাবু ও জিয়া গেস্ট ইন হোটেলের ম্যানেজার রিয়াজ উদ্দিন ছোটন।
এ পর্যন্ত মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘবদ্ধ ধর্ষণ ঘটনার প্রধান আসামী আশিককে গত ২৬ ডিসেম্বর মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে ঢাকার আদালতে তোলা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.