নারীদের অবদানে রাজশাহী আরো এগিয়ে যাবে : মেয়র লিটন

:লীগ প্রতিবেদক: রাজশাহীর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নারীদের উন্নয়নে রাজশাহী আরো এগিয়ে যাবে, দেশও এগিয়ে যাবে। আজ শনিবার দুপুরে রাজশাহী মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীতে মেয়েদের সরকারি স্কুল আরো হওয়া দরকার। আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে এখানে আরো সরকারি স্কুল প্রতিষ্ঠা করা হবে।

 

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, চার্চ অব বাংলাদেশের মডারেটর স্যামুয়েল সুনীল মানখিন, মিশল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অলোকা হেমব্রম প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলার জনপদ।#

(প্রেস বিজ্ঞপ্তি) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.