নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্তৃক পুলিশের ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধিগতকাল শনিবার রাত ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের চেলাপাড়া গ্রামে ছাত্রলীগ নেতা কর্মীদের হামলায় পুলিশের একজন এসআইয়ের লুট হওয়া অস্ত্রটি রাত পৌনে ১১টায় স্থানীয় একটি মাঠে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রুমন।

প্রত্যক্ষদর্শীরা বিটিসি নিউজকে জানায়, ভুলতার চেলাপাড়া গ্রামে রাত্রিকালীন ফুটবল খেলার আয়োজন করা হয়। গতকাল শনিবার রাতে স্থানীয় দুই দলের মধ্যে ফুটবল খেলা চলছিল। ওই সময়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নাজিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে হাজির হয়। ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে গিয়ে সেখানে খুঁজতে থাকে পুলিশ। হানজালার বিরুদ্ধে সম্প্রতি রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেটার তদন্ত করার সময়ে চেলাপাড়াতে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন হানজালা। তখন সে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে হানজালার নেতৃত্বে ছাত্রলীগের ৩০-৪০ জন মিলে পুলিশের ওপর হামলা চালায়। তারা এসআই নাজিরুজ্জামানকে পিটিয়ে মারাত্মক আহত করে। লুট করে নেওয়া হয় তার সঙ্গে থাকা অস্ত্র।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন বিটিসি নিউজকে জানান, একজন পুলিশের উপ পরিদর্শককে মারধর করা হয়। তখন তার অস্ত্র খোয়া যায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নূরে আলম বিটিসি নিউজকে জানান, অস্ত্রটি রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.