নারায়ণগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ার পানে ৩ যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি: গত বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ার পান করে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে ৩ যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন,সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আবুল হোসেনের ছেলে আশিক হোসেন (২০), একই এলাকার আলাউদ্দিন আক্তারের ছেলে আকিব উদ্দিন (২৪) এবং রাসেল (২৮)।
এর আগে গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার আয়নাল হকের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে নিহত ওই যুবকরাসহ কয়েকজন বিয়ার পান করে। এতে কয়েকজন গুরুতর অসুস্থ হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে ৩ জনের মৃত্যু হয়।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ বিটিসি নিউজকে জানান, গত বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আয়নাল হকের মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপান বা নকল বিয়ার পান করার ফলে কয়েকজন যুবক অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে আশ্বিক, আকিব এবং রাসেল মারা যায়। তবে অসুস্থ আরও দুইজন চিকিৎসাধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য দুইজনের লাশ ঢামকে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.