নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশকে পিস্তল ঠেকিয়ে গুলি

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (২১) নামে পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় সোহেল রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা মুন্সিখোলা এলাকায় পুলিশ চেকপোস্টে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করতে গেলে এ ঘটনা ঘটে।

আহত সোহেল রানা জেলা পুলিশ লাইনস এ কর্মরত আছেন। তার কনস্টেবল নং- ১৩৫৯। গত চার পাঁচ বছর আগে তিনি পুলিশের চাকুরিতে যোগদান করেছিলেন।

বিটিসি নিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, দুপুর বারোটার দিকে মুন্সিখোলা চেকপোস্টে সোহেল রানাসহ দুই কনস্টেবল ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠে তল্লাশি করছিলেন।

এসময় এক যাত্রীকে সন্ত্রাসী হিসেবে তাদের সন্দেহ হয়। তাকে তল্লাশি করতে গেলে যাত্রীবেশী ওই দুর্বৃত্ত অস্ত্র বের করে গুলি করার চেষ্টা করে।

এসময় কনস্টেবল সোহেল রানা তার অস্ত্র ছিনিয়ে নেয়ারা চেষ্টা করলে দুইজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই দুর্বৃত্ত সোহেল রানার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে বাসটির জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে।

এসময় বাসের বাইরে অবস্থানরত পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। তবে ঘটনার পরপরই তিনটি মোটরবাইকে আরও তিনজন এসে ওই দুর্বৃত্তদেকে তাদের মোটর বাইকে তুলে নিয়ে পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ সোহেল রানাকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।#

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিটিসি নিউজ প্রতিনিধিকে জানান, সোহেল রানার বাম পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়েছে। আঘাতের স্থানে গভীর ক্ষত ও জখম হয়েছে। ভেতর থেকে গুলি বের করা যায়নি বলে অস্ত্রোপাচারের প্রয়োজন। সেজন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

চেকপোস্টের দায়িত্বে থাকা সহকারি উপ পরিদর্শক (এএসআই) মোর্শেদ বিটিসি নিউজকে জানান, ওই সময় আমার কাছে অস্ত্র ছিল না বলে আমরা তাৎক্ষণিক তাদের ধাওয়া করে ধরতে পারিনি। তিনজন যুবক ছিল, ধারণা করছি তাদের সকলের কাছেই অস্ত্র ছিল। তিনি বলেন, সন্ত্রাসীরা বাস থেকে নেমেও কয়েক রাউন্ড গুলি করে আতংক সৃষ্টি করে। তাদেরকে লক্ষ্য করে আমাদের কনস্টেবলরা তিন রাউন্ড শর্টগানের গুলি করেছে।

এ ঘটনার পর খবর পেয়ে নারায়ণগঞ্জের হাসপাতালে গুলিবিদ্ধ সোহেল রানাকে দেখতে যান ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদেরসহ নারায়ণগঞ্জের জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ওই দুর্বৃত্তের সাথে আগে থেকেই আরো কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ওৎ পেতে ছিল। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.