BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে ভাবী-ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জে ভাবী-ভাতিজাকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবী ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন রাজিয়াকে।

পরে ঘুমন্ত অবস্থায় রাজিয়ার আট বছর বয়সী ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় সে। পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।

তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ শুনানি শেষে আজ বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ