নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় পিটিয়ে ফল ব্যবসায়ীকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনায় আবু তাহের (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ জুন) রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত আবু তাহের ঢালিপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া ও জামাল মিয়ার পাশাপাশি বাসা। রাতে তাদের শিশু সন্তানদের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি আবু তাহের কাছ থেকে দেখে দুই শিশুর পরিবারকে শান্ত করতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লামিয়া ও তার লোকজন আবু তাহেরকে পিটিয়ে আহত করে। এসময় স্থানীয় লোকজন আবু তাহেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল +ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই এবং সেখানে গিয়ে ঘটনার খোজ খবর নেয়া হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আবু তাহেরকে পিটিয়ে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আফজাল হোসেন আফজাল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.