নারদ মামলায় জামিন পেয়ে খোশ মেজাজে মদন মিত্র চালালেন ট্রয় ট্রেন

বিশেষ (ভারত) প্রতিনিধি: মদন মিত্র মানেই চমক৷ ভবানীপুরের ইউনাইটেড ইউথ ফোরাম আয়োজিত কার্তিক পুজোয় এবার অভিনব আয়োজন করা হয়েছে৷ থাকছে টয় ট্রেন এবং রোপওয়েতে চড়ার সুযোগ৷ সেইখানেই কলকাতার রাস্তায় নাতিকে নিয়ে টয় ট্রেন চালালেন কামারহাটির বিধায়ক৷ নিছক মজা নয়, টয় ট্রেন চালিয়ে পেট্রোল ডিজেলের চড়া দামের প্রতিবাদ করলেন তৃণমূল নেতা৷
আজ মঙ্গলবার নারদ মামলায় সিটি সেশন কোর্টে সিবিআই ইডি-র বিশেষ আদালতে হাজিরা দেন মদন মিত্র৷ ফিরাহদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্রকেও কুড়ি হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তরবর্তী জামিন দেন বিচারক৷ এর পরই খোশমেজাজে ভবানীপুরে নিজের পাড়ায় কার্তিক পুজোয় হাজির হন কামারহাটির বিধায়ক৷
মদন মিত্র ট্রয় ট্রেনে ভ্রমণ করতে করতে জানান, ‘আদালতের রায়ে খুশি। এটা বিচারাধীন বিষয়। বিজেপির দুই ভাই ইডি আর সিবিআই। তবে ভয় দেখিয়ে চমকিয়ে কিছু করা যাবে না।’
এছাড়াও মদন মিত্র জানান, ‘পেট্রোল ডিজেলের যা দাম বেড়েছে এবার ব্যাটারি চালিত ট্রয় ট্রেন করে রাস্তায় বেরোতে হবে। তাই এই অভিনব প্রতিবাদ৷’
এদিন মদন মিত্র কার্তিক পুজো উদ্বোধন করেন। এমন কি, তিনি ধামশা মাদলও বাজান। তাঁকে ঘিরে উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। বরাবরের মতোই খোশ মেজাজে ছিলেন কালারফুল মদন মিত্র। ট্রেনে চড়তে চড়তে বলে দিলেন, ‘ওহ লাভলি!’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.