নাব্যতা সঙ্কটের কারণে শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি: নাব্যতা সঙ্কটের কারণে মুন্সীগঞ্জের লোহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ফেরী চলাচল বন্ধ থাকবে। তবে দুটি ছোট ফেরী জরুরি গাড়ি পারাপারে চলাচলে থাকছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

আজ বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিওটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম বিটিসি নিউজকে জানান, এই নৌরুটে টানা তিন দিন ধরে নব্যতা সংকটে ফেরী চলাচল বন্ধ রয়েছে। তবে বিআইডব্লিওটিএ কবে নাগাদ চ্যানেল ঠিক করবে তা আমাদের জানা নেই। যার কারণে ঘাট এলাকায় গাড়ি এসে আবার অনেক গাড়ী ফিরে যাচ্ছে। তবে, প্রায় ৮৭ লঞ্চ ও তিন শতাধিক সীবোট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.