সিলেট ব্যুরো: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কম হয়েছে। মেঘনা নদী দূষণ ও আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে নদীতে আগের মতো ইলিশ পাওয়া যাচ্ছে না।
আজ শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিসারিজ’-এর উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠানের ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘ইলিশ আমাদের পরিচয়। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ যেতে পারে, তার ব্যবস্থা করতে হবে।’
তিনি বলেন, ‘মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। কৃষি ও প্রাণিসম্পদদের পাশাপাশি মৎস্য সম্পদের উন্নয়নে কাজ করতে হবে। বাংলাদেশ নদীমাতৃক যেমন, তেমনি পানিমাতৃক দেশও। যারা প্রকৃত মৎস্যজীবী, তারা কখনো ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিকলাভের আশায় ক্ষতিকারক জাল ব্যবহার করেন।’
সিকৃবির ফিসারিজ বিভাগের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে কনফারেন্সে চিফ পেট্রন হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।
কনফারেন্সে কিনোট স্পিকার কার ছিলেন, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিন ফিসারিজ অ্যান্ড অ্যাগ্রিকালচার বিভাগের প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) অনুরাধা ভদ্র, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.