নানা কর্মসূচীতে আদিনা সরকারি কলেজে বিশ্ব পরিবেশ দিবস পালিত

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ‘প্লাস্টিক দূষণ আর নয়-বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে আদিনা ফজলুল হক সরকারি কলেজে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচি শুরু হয়। পরে শহিদ মিনার চত্বরসহ কলেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোঃ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার হয়।
কর্মসূচীতে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. লুৎফর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ খাইরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে।
অনুষ্ঠান পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন আহম্মদ। সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে দিবসের কর্মসূচী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.