নানা আয়োজনে থানারহাট স্কুলের ৫০বছর উদযাপন

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: কেউ লাঠি হাতে, কেউ নতুন সাজে সজ্জিত হয়ে,কারো মুখে একগাদা দাঁড়ি,কারো চামড়া মুড়িয়ে এসেছে বয়সের ভারে। নতুনভাবে পুরোনো স্মৃতি জাগিয়ে তুলছে, সবাইকে দাঁড় করিয়েছে এক কাতারে। পুরাতন মুখগুলো নতুন দেখায় স্মৃতিতে বেঁধেছে, এক হয়েছে সবাই। বহুদিনপর দেখা, আলিঙ্গনে জড়িয়ে ধরে আপ্লূত হয়েছে অনেকেই। এভাবেই মিলনমেলায় পরিণত হয়েছে থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পুর্তি উদযাপন।
নোয়াখালীর সোনাইমুড়ী থানারহাট উচ্চ বিদ্যালয়ের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত রবিবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম।
বিদ্যালয় সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী তরুণের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নূরুল হক চৌধুরী, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদ সদস্য মাহফুজুর রহমান ভিপি বাহার, চাটখিল উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, জয়াগ মহাবিদ্যালয় সভাপতি ফারুকুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রাক্তন ছাত্রছাত্রীদের। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের হাতেও তুলে দেন স্মৃতি গাঁথা শুভেচ্ছা। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে সন্ধ্যা নামতেই শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের। যেখানে দেশবরেণ্য শিল্পী নাসির ও নাট্যকার সিদ্দিক আহমেদসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নুরুল গণি, সমন্বয়ক মাহবুবুর রহমান টিটু, সার্বিক সহযোগিতায় ছিলেন সামছুল আলম, বদরুল হায়দার চৌধুরী বাবর, সোহেল আহমেদ, আমানত উল্যাহ চৌধুরী দুলাল, মাহবুবুর রহমান বিপ্লব,  দিদারুল আলম, সৌরব হোসেন মিঠু, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন, মামুন চৌধুরী, মনির হোসেন রুবেল, শাহিনুর রহমান শাহিন, ফিরোজ আলমসহ বিদ্যালয়ের শিক্ষক,  অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি মোরশেদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.