নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ৭৫ ব্যাচের জমকালো পূর্ণমিলনী সম্পন্ন

নাটোর প্রতিনিধি: “এসো মিলি প্রাণের উৎসবে,এসো গাই জীবনের গান” শ্লোগানকে সামে রেখে ঐতিহ্যবাহী নাটোর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ ফেব্র“য়ারী) দিনব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহরের আলাইপুরে অবস্থিত পুরাতন বিদ্যালয় প্রাঙ্গন। পুরোনো ক্যাম্পাসে স্মৃতি হাতড়াতে তারা ছুটে এসেছেন দেশের নানাপ্রান্ত থেকে ৭৫ ব্যাচের শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে শিক্ষার্থীদের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

নিজের মধ্যে কুশল বিনিময়-গল্প আড্ডা আর মধুর স্মৃতিচারনায় এক মুহূর্তের জন্য যেন সবাই ফিরে গিয়েছিলো কৈশোর সেই প্রিয় দিনগুলোর মাঝে। বেলা ১১টায়পুর্ণমিলনী অনুষ্ঠানে স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ অধ্যাপক মহিবুল ইসলাম, গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমানুল্লাহ ,সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমানুল্লাহ ,বীর মুক্তিযোদ্ধা এনায়েত রাব্বী ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলম চেীধুরী ,হাদিউল ইসলাম,খলিলুর রহমান কুরবান ,ব্যাংকার রেজাউল করিম বাবলু ও মোহাম্মদ আরেফিন।

পরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.