নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন পান্ট বসানোর কাজ শুরু

নাটোর প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের মাঝে জরুরী প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করতে নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন পান্ট বসানোর কাজ শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (২০  এপ্রিল) সকাল থেকে সদর হাসপাতালের পুরাতন ভবনে অক্সিজেন সরবরাহের জন্য পান্ট স্থাপনের কাজ শুরু করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। এছাড়া ৩১ শষ্যার করোনা আইসোলেশন সেন্টারে রোগিদের সংকুলান না হওয়ায় নতুন ভবনে স্থানান্তরের জন্য ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসকমো: শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা,সিভিল সার্জন ডা. মিজানুর রহমান সহ অন্যণ্যরা।
সকালে নাটোর সদর হাসপাতালের ২৫০শষ্যার নতুন ভবন পরিদর্শনে যান তারা। এসময় করোনার প্রকোপ বৃদ্ধিতে পুরাতন ভবনে স্থান সংকুলান না হওয়ার কারনে নতুন ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া আগামী১৫দিনের মধ্যে করোনার আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন তারা। এসময় সদর হাসপাতালেল সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার, আরএমও ডা. মঞ্জুর রহমান সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.