নাটোর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা ৮দিন ধরে নিখোঁজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জামিল হোসেন মিলন ৮দিন ধরে নিখোঁজ জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান করেছেন নিখোঁজ মিলনের পরিবার ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মী।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক শাহরিয়াজ ও পুলিশ সুপারের পক্ষে এসআই আতাউর রহমানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন নিখোঁজ মিলনের বাবা এমদাদুল হক , মিলনের ছোট বোন আখিঁ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তৃজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস সহ আওয়ামী লীগের নেতাকর্মী।
নাটোর সদর উপজেলার তালতলা এলাকা থেকে নিখোঁজ হয় মিলন ।

স্মারকলিপিতে এমদাদুল হক জানান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলনকে গত ৩১ জানুয়ারী মধ্যরাতে অজ্ঞাত ৭-৮জন অপহরণ করে। এরপর তার ব্যবহৃত ফোন থেকে ১ কোটি টাকা মুক্তিপণ দাবী করা হয়।
বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও এখনও মিলনের কোন সন্ধান পাওয়া যায়নি।

মিলনের সন্ধানে সহায়তার জন্য জেলা প্রশাসকে ও পুলিশ সুপারের সহায়তা কামনা করেন এমদাদুল হক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.