নাটোর শহরে প্রশাসনের তুলার দোকান উচ্ছেদ


নাটোর প্রতিনিধি: নাটোর স্টেশন রোডে নিচাবাচার অভিযাত্রী দোকানের পাশে একটি তুলার দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে যাওয়ার জন্য ড্রেনের ওপর নির্মিত এই দোকানটি উচ্ছেদ করা হয়।

তবে দোকান মালিক এমদাদুল হক বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এখানে অনেক পূর্ব থেকেই দোকান ছিল। তিনি পজেশান কিনে নিয়ে এখানে ব্যবসা করে আসছিলেন।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, এটি সরকারী খাস খতিয়ানের জায়গা। পিছনে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত কমপ্লেক্সে যাওয়া আসার জন্য আবেদনের প্রেক্ষিতে এই দোকানটি উচ্ছেদ করা হয়। এসময় মুক্তযোদ্ধাগণ সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় লোকজন জানান, এই দোকানের উল্টো দিকে ড্রেনের ওপরেই নির্মাণ করা হয়েছে মৌচাক মিষ্টান্ন ভান্ডার। এমদাদুল হক বলেন, এই দোকানটি উচ্ছেদ করে দেওয়ায় তিনি কর্ম হারিয়ে ফেললেন। পিছনে একটি দোকান করে জীবীকা নির্বাহের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করেন তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.