নাটোর পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

নাটোর প্রতিনিধি: ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’-কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নাটোর পৌর শাখা ছাত্রলীগের কর্মীরা। আজ শনিবার সকালে পৌর এলাকার সরকারী বালক উচ্চ বিদ্যালয় মহারাজা স্কুল এন্ড কলেজ ও এর আশেপাশে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বনজ, ফলদ ও ভেষজ দুইশতাধিক গাছ রোপণ করা হয়। নাটোর পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সমাপাদক সাদ বিন জাকিরের আয়োজনে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে জেলা নাটোর পৌর ছাত্রলীগ এ কর্মসূচি পালন করে

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহারাজা স্কুল অ্যান্ড কলেজ গভানিং বডি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, সদস্য আব্দুর রাজ্জাক ডাবলু, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুলাহেল কাফি শুভ পৌর ছাত্রলীগের প্রচার স¤পাদক শাহ আলম জুয়েল, পাশা, লাবিবসহ পৌর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.