নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থীকে মারধর; মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

নাটোর প্রতিনিধি: নাটোর টেক্সটাইল ইন্সটিটিউটের দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় দুই ঘন্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের।
সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত শহরের রামাইগাছির টেক্সটাইল ইন্সটিটিউট এলাকায় এসব ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এর বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে তুলে নিয়ে মারপিট করে স্থানীয় কিছু বোখাটেরা। সোমবার বিকেল নাইম হোসেন এবং সন্ধ্যায় পিয়াস নামে শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা তুলে নিয়ে ভেদরার বিলে নিয়ে মারপিট করে। এ সময় টেক্সটাইলের শিক্ষার্থীরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে। পরে এরই প্রতিবাদে রাত ৭টার দিকে টেক্সটাইলের সামনে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নির্যাতনের বিচার দাবী করে তারা। পরে রাত ৯টার দিকে নাটোর সদর থানা পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
টেক্সটাইল ইনস্টিটিউট এর ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আতিক হাসান বলেন, স্থানীয় বখাটেরা প্রায়ই আমাদের শিক্ষার্থীদের কে তুলে নিয়ে মারধর করে এর কোন প্রতিকার আমরা পাইনা। প্রশাসনের  অনুরোধে আজকে আমরা সড়ক ছেড়েছি কিন্তু  দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে আমরা আবারও রাজপথ এ নামবো।
নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, স্থানীয় বখাটেদের উৎপাতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও এই এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে আমরা উদ্বিগ্ন। বিষয়টি জানার পরে ঘটনাস্থলে এসেছি। জনগণের দুর্ভোগের কথা বললে শিক্ষার্থীরা এই অবরোধ তুলেছে। তাদেরকে এজন্য ধন্যবাদ জানাই। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করছি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিষয়টি জেনেছি। সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার কারা হামলা চালাচ্ছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এই ঘটনার দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.