নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগ চালক ও শ্রমিকদের বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বড় হরিশপুরে কার্যালয়ে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় । উক্ত চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জন্য নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন। এ সময় অরোও উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল মাসুম, পরিবহণ শ্রমিক নেকা হাবিবুর রহমান গামা,তোফাজ্জল হোসেন,সাইফুল ইসলাম লাবলু ।

উক্ত ক্যাম্পে দুই শতাধিক চালক এবং শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা,ঔষুধ এবং চশমা প্রদান করা হবে।চিকিৎসা সেবা প্রদান করে উত্তরের চক্ষু সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল বগুড়া।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.