নাটোর প্রতিনিধি: প্রথমবারের মতো নাটোর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নাটোর শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
‘নাটোরের সর্বোস্তরের সাংবাদিকদের’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, প্রথম আলোর মুক্তার হোসেন, প্রবীন সাংবাদিক মঞ্জুরুল হাসান, যমুনা টিভির সিনিয়র করেসপন্ডেন্ট নাজমুল হাসান, ৭১টিভির বুলবুল আহমেদ, চ্যানেল আইয়ের রেজাউল করিম রেজা ও এখন টিভির মাহবুব হোসেন,সাংবাদিক সাইফুল ইসলাম, মোস্তফা খোকন , অমর ডি কস্তা সহ অন্যরা।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে একাধিক প্রেসক্লাব থাকলেও সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও সংকটময় মূহুর্তে সকল গণমাধ্যম কর্মী ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন বক্তারা। মিলন মেলায় ৭ টি উপজেলার ২১ টি প্রেসক্লাবের ২ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.